জনপ্রিয় ভারতীয় রিয়েলিটি শো ‘এমটিভি স্প্লিটসভিলা’ ফিরছে তার ১৬তম সিজন নিয়ে। এবার শোতে থাকছে এক নতুন চমক—সানি লিওনের সঙ্গে সহ-উপস্থাপক হিসেবে যোগ দিচ্ছেন অভিনেতা করণ কুন্দ্রা।
বলিউড বাবল জানায়, সানি লিওন ও করণ কুন্দ্রা মিলে এবার থাকবেন ‘কুইন অ্যান্ড কিং অফ হার্টস’। তারা প্রতিযোগীদের নিয়ে যাবেন ভালোবাসার খেলার এক নতুন পর্যায়ে, যেখানে সম্পর্কের টানাপোড়েন, আবেগ আর সিদ্ধান্তের পরিণতি তৈরি করবে ভিলার নতুন নাটকীয়তা।

দীর্ঘ ছয় বছর পর এমটিভিতে ফেরার অভিজ্ঞতা নিয়ে করণ কুন্দ্রা বলেন, “এটা আমার জন্য যেন ঘরে ফেরার মতো অনুভূতি। স্প্লিটসভিলা এমটিভির অন্যতম আইকনিক শো। আমি সবসময় ভালোবাসি এর অপ্রত্যাশিত মোড় আর রোমাঞ্চ। এবার সানি লিওনের সঙ্গে হোস্ট হতে পারাটা সত্যিই দারুণ অভিজ্ঞতা হবে।”

তিনি আরও বলেন, “দেখার অপেক্ষায় আছি, প্রতিযোগীরা কতটা সাহস দেখায় ভালোবাসার খেলায়। এই সিজন হবে আরও বেশি গতিশীল, আরও বেশি অনিশ্চিত এবং সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

