বলিউড ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি নতুনভাবে আলোচনায় এসেছেন নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’–এর পারফরম্যান্স ও ‘স্ত্রী ২’ ছবির জনপ্রিয় গান ‘আজ কি রাত’–এর মাধ্যমে। দর্শকপ্রিয়তার এই নবজোয়ারে তামান্না এবার খোলামেলা কথা বলেছেন নিজের অভিনয়জীবন, বয়স এবং বিয়ে নিয়ে ভাবনা প্রসঙ্গে।
সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী এই তারকা বলেন, “আগে বলিউডে ৩০ পেরোলেই নায়িকাদের সুযোগ প্রায় শেষ হয়ে যেত। তাদের পার্শ্বচরিত্রে ঠেলে দেওয়া হতো। কিন্তু এখন দৃশ্যপট পাল্টেছে। ৩০-এর ওপরে নারীদের জন্যও গভীর ও বাস্তবসম্মত চরিত্র লেখা হচ্ছে — যা সত্যিই ইতিবাচক পরিবর্তন।”

বিয়ে প্রসঙ্গে তামান্না বলেন, “আমি একসময় ভেবেছিলাম, ৩০ বছর পার হলেই বিয়ে করব। কারণ তখন মনে হতো, এই বয়সের পর আর আমার জন্য চরিত্র লেখা হবে না। কিন্তু এখন পরিচালকরা আমাদের বয়সী নারী চরিত্রগুলোও সমান গুরুত্ব দিয়ে তুলে ধরছেন — তাই এখন বিয়ের চেয়ে কাজই বেশি প্রাধান্য পাচ্ছে।”

বয়স নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।“মানুষ বয়সকে যেন ভয় পায়! অথচ এটা তো স্বাভাবিক একটি বিষয়। বয়সের সঙ্গে আসে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস — এটিই আসল সৌন্দর্য,” বলেন তামান্না।
বর্তমানে এই অভিনেত্রী একাধিক বড় বাজেটের চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। তার হাতে রয়েছে ‘ও রোমি’, ‘ভ্যান—ফোর্স অব দ্য ফরেস্ট’ এবং ‘নো এন্ট্রি ২’–এর মতো প্রকল্প।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

