AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণী সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন সেই মুন্নি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:১০ পিএম, ১৬ নভেম্বর, ২০২৫

দক্ষিণী সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন সেই মুন্নি

প্রায় ১০ বছর আগে মুক্তি পেয়েছিল বলিউড ভাইজান সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। মুক্তির পর সিনেমাটি ব্যপাক ব্যবসা করে বক্স অফিসে। ভাইজানের সঙ্গে সিনেমাটিতে মুন্নি চরিত্রে দর্শকের মন জয় করে নিয়েছিলেন শিশুশিল্পী হারশালি মালহোত্রা। সেই মুন্নি এখন প্রাপ্তবয়স্ক। এক দশক পর হারশালি ফিরছেন বড় পর্দায়। বড় পরিসরে দক্ষিণী সিনেমায় হতে যাচ্ছে তার অভিষেক। তেলেগু সুপারস্টার নন্দামুরি বালাকৃষ্ণকে নিয়ে বয়াপাট্টি শ্রেণু নির্মাণ করেছেন ‘অখণ্ডা-২’। সিনেমাটি নিয়ে শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানেই বালাকৃষ্ণের সঙ্গে দেখা গেছে হারশালিকে। সেখানে নতুন সিনেমা নিয়ে তার প্রত্যাশার কথা জানিয়ে হারশালির অভিনয়ের ব্যপক প্রশংসাও করেন তেলুগু সুপারস্টার।

সিনেমায় যুক্ত হওয়ার খবর জানিয়ে একটি আবেগঘন পোস্ট দেন হারশালি। তখন ‘বজরঙ্গি ভাইজান’ ও  কামব্যাক সিনেমার কথাও তুলে ধরেন তিনি।

ইনস্টাগ্রামে হারশালি লিখেন, মুন্নি শুধু একটি চরিত্র ছিল না; ছিল অনুভূতি, স্মৃতি ও হৃদস্পন্দন। দর্শক তাকে যে ভালোবাসা দিয়েছে, তা আমাকে এতদিন ধরে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। এত বছর ধরে আমি শিখেছি, বেড়ে উঠেছি এবং নিজেকে প্রস্তুত করেছি। কারণ, একদিন ফিরে আসতে পারি, শুধু সেই ছোট্ট মেয়ে হিসেবে নয় বরং সম্পূর্ণ নতুন এক অভিনেত্রী হিসেবে।

জানা গেছে, ‘অখণ্ডা-২’ সিনেমাটি ২০২১ সালে মুক্তি পাওয়া ‘অখণ্ডা’ এর সিক্যুয়াল। সিনেমাটিতে বালাকৃষ্ণকে দেখা যাবে দ্বৈত চরিত্রে এবং তার বিপরীতে রয়েছেন সংযুক্তা মেনন।

একুশে সংবাদ/এসআর

Link copied!