অভিনেত্রী আশনা হাবিব ভাবনা জানিয়েছেন, তিনি কখনোই কোনো নির্দিষ্ট কাজে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না। নিজের পছন্দ ও ভালো লাগার জায়গাগুলোতেই কাজ করতে আগ্রহী তিনি।
সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পাওয়ার পর এক সাক্ষাৎকারে ভাবনা বলেন, “ছোটবেলা থেকেই আমি কখনোই এক জায়গায় থেমে থাকতে চাইনি। এখনো চাই না। আমি মনে করি, আমার যা ভালো লাগে, তাই করতে চাই।”

তিনি আরও বলেন, “আজ আমি অনেক খুশি, কারণ এই স্বীকৃতি শুধুমাত্র আমার অভিনয় বা নাচের জন্য নয়। তারা আমাকে ‘প্যাশনেট আর্টিস্ট’ হিসেবে স্বীকৃতি দিয়েছে— এটা আমার কাছে বড় প্রাপ্তি।”

অভিনয়, নাচ ও মডেলিংয়ের পাশাপাশি ভাবনা শিল্পের বিভিন্ন ক্ষেত্রেই কাজ করতে চান বলে জানান। তার ভাষায়, “আমি বিশ্বাস করি, শিল্পের কোনো সীমানা নেই। তাই আমি সবসময় নতুন কিছু করতে চাই।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

