AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৪ বছর পর বলিউডে ফিরছেন সেলিনা জেটলি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:১৪ এএম, ৭ জুলাই, ২০২৫

১৪ বছর পর বলিউডে ফিরছেন সেলিনা জেটলি

দীর্ঘ সময় পরিবার নিয়ে বিদেশে কাটানোর পর আবারও বলিউডে ফিরে আসছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক ফেমিনা মিস ইন্ডিয়া সেলিনা জেটলি। সিনেমা থেকে দূরে থাকলেও এবার নতুন একটি প্রজেক্ট দিয়ে বলিউডে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, শিগগিরই নতুন একটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে সেলিনাকে। সে লক্ষ্যে মুম্বাইয়ে ফেরার প্রস্তুতি শুরু করেছেন অভিনেত্রী। খবরটি প্রকাশ্যে আসতেই অনলাইনভিত্তিক ভক্তমহলে শুরু হয়েছে আলোচনার ঝড়।

১৪ বছর পর বলিউডে ফিরছেন সেলিনা জেটলি

সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন করছেন, কোন প্রযোজনায় এবং কাদের সঙ্গে সিনেমায় ফিরছেন সেলিনা? একজন ভক্ত সরাসরি তার ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করে জানতে চেয়েছেন তার প্রত্যাবর্তনের সময়। উত্তরে সেলিনা লেখেন, “খুব তাড়াতাড়ি।”

মিডিয়ার সঙ্গে এক সংক্ষিপ্ত কথোপকথনে সেলিনা জানান, “আমি বর্তমানে দেশের বাইরে আছি, এ মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়। তবে দেশে ফিরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সব জানাবো।”

১৪ বছর পর বলিউডে ফিরছেন সেলিনা জেটলি

উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত থ্যাংক ইউ সিনেমায় বড় পর্দায় দেখা গিয়েছিল সেলিনাকে। এরপর ২০২০ সালে সিজন গ্রিটিংস নামের একটি ওটিটি প্রজেক্টে কাজ করেন তিনি। সেই হিসেবে প্রায় ১৪ বছর পর আবারও মূলধারার বলিউড সিনেমায় ফিরছেন এই অভিনেত্রী।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!