AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চিতলমারীর নবাগত ওসিকে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বাগেরহাট
০৯:৩৫ পিএম, ১২ অক্টোবর, ২০২৫

চিতলমারীর নবাগত ওসিকে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছা

চিতলমারী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মিসেস রোকেয়া খানমকে চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার বিকেলে চিতলমারী থানা প্রাঙ্গণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি শোয়ায়েভ হোসেন গাজীসহ কমিটির নেতৃবৃন্দ নবাগত ওসির হাতে ফুলের তোড়া তুলে দেন। তারা আশা প্রকাশ করেন, নতুন ওসির যোগদানের মাধ্যমে চিতলমারী থানার এলাকায় আইন-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং ব্যবসায়ীরা নিরাপদে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।

ওসি মিসেস রোকেয়া খানম বলেন, “আমি জনগণের সেবা করতে এসেছি। চিতলমারীর শান্তি ও নিরাপত্তা রক্ষা আমার প্রথম দায়িত্ব। প্রশাসন ও জনগণ একসাথে কাজ করলে অপরাধ দমন ও শৃঙ্খলা বজায় রাখা আরও সহজ হবে। আমি চাই এই থানাকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে।”

ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, “ওসি ম্যাডামের আন্তরিকতা ও দক্ষতা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা প্রশাসনের পাশে থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করব।”

এসময় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!