ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন রবিবার (১২ অক্টোবর) বিকেলে উলমাকান্দী সরকার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
কামারগাও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর খান ফুটনের সভাপতিত্বে ও সদস্য সচিব সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, যুগ্ম আহ্বায়ক (টিম লিডার) আসাদুল হক মন্ডল, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজি আব্দুল বাতেন। এছাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম ফকির, রফিকুল ইসলাম মেম্বার, মিজানুর রহমান খান, মোমেন কবির জুয়েল ও হুমায়ুন কবির সরকারও বক্তব্য রাখেন।
কর্মী সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীগণ পৃথক পৃথক মিছিল নিয়ে যোগ দেন।
একুশে সংবাদ/এ.জে