AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইতালিতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৩ পিএম, ১২ অক্টোবর, ২০২৫

ইতালিতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তিনি রোম ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

জাতিসংঘের এফএও আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম বিশ্বব্যাপী খাদ্যব্যবস্থা, কৃষি উদ্ভাবন ও টেকসই নীতিনির্ধারণে তরুণ গবেষক, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের একত্রিত করে। এবারের আয়োজন চলছে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত, এফএওর সদর দপ্তরে রোমে।

ড. ইউনূসের এ সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্রিয়তার ধারাবাহিক অংশ হিসেবে দেখা হচ্ছে। তিনি ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!