AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ, কেন?- প্রশ্ন তিশার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৪৬ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ, কেন?- প্রশ্ন  তিশার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে নায়িকার চরিত্র ‘খারাপ’ বলে মন্তব্য করা ব্যক্তিদের একহাত নিয়েছেন তিনি।

স্ট্যাটাসের শুরুতেই তিশা লিখেন, কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ! কেন?

তানজিন তিশার বছর শুরু ‍‍`পয়জন‍‍` দিয়ে!

এরপর অভিনেত্রী আরও লিখেছেন- ভাই, একটা মেয়ে সাধনা, অধ্যবসায়, পরিশ্রমের দীর্ঘ জার্নিতে অভিনয়টা ভালো করলেই নায়িকা হয়।

তিশা মনে করেন শুটিংয়েই তাদের বেশি সময় কাটে। সেটা উল্লেখ করে বলেছেন, ‘আমরা পরিবারের চেয়ে লাইট, ক্যামেরা, অ্যাকশন সংশ্লিষ্ট মানুষদের সাথেই বেশি সময় কাটে। সেদিক থেকে এইটাও আমাদের পরিবার। আর পরিবার হয়ে উঠলেই গভীর সম্পর্ক গড়ে উঠে।’

তানজিন তিশার যাত্রা শুরু হচ্ছে

তবুও অভিনেত্রীর আক্ষেপ, যেখানে সম্পর্ক আছে সেখানে ভুল বোঝাবুঝি আছে। আমার মা, বাবা, ভাই, বোনদের সাথেও ভুল বোঝাবুঝি হয়। কই তারা তো চরিত্র নিয়ে প্রশ্ন তুলে না? তাহলে আপনারা আমাদের কেমন পরিবারের সদস্য হলেন যে কথায় কথায় নায়িকাদের চরিত্র নিয়ে ছোট করেন!

আত্মহত্যা প্রসঙ্গে মুখ খুললেন তানজিন তিশা

কিছু নির্দিষ্ট ব্যক্তিকে ইঙ্গিত করে তানজিন তিশা বলেছেন, নাকি যুক্তি দিয়ে হেরে যাবেন বলে, নারীদের চরিত্রে হাত দিয়ে দাবিয়ে রাখতে চান? ভুল বোঝাবুঝি হলে যুক্তি দিয়ে কথা বলেন, তাতে আমাদের সার্বিক সম্মান বজায় থাকবে। আপনার পরিবারের কাউকে ছোট করে কি আপনি বড় হচ্ছেন ভাবছেন?

টেলিভিশনে আসছে তানজিন তিশার প্রথম সিনেমা

পরোক্ষভাবেই অভিনয়ের সঙ্গে জড়িত মানুষদের উদ্দেশ্য করেই এই স্ট্যাটাসটি দিয়েছেন তানজিন তিশা। যদিও পুরো স্ট্যাটাসে কোথাও কারো নাম উল্লেখ করেননি তিনি।

বিরতির পর নতুন তিশা | প্রথম আলো

অভিনেত্রীর সঙ্গে তার ভক্তরাও একমত পোষণ করেছেন। তারাও বলেছেন, শোবিজ অঙ্গনের মানুষেরাই অনেক সময় নিজেদের মানুষের সম্মানহানী করেন।

 


একুশে সংবাদ/যাবিদ

Link copied!