টালিউডে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর ডিভোর্স নিয়ে চর্চা এখন তুঙ্গে। যদিও এই জুটি এখনও এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবে নীলাঞ্জনা সমাজমাধ্যম থেকে সেনগুপ্ত পদবি ও যিশুর সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলার পর থেকেই এই জল্পনার সূত্রপাত আরও বেড়ে গেছে।
হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে, গুজরাটি এক মেয়ের প্রেমে পড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা। শুধু তাই নয়, মুম্বাইতে একই ছাদের নিচেই নাকি বসবাস করছেন তারা!
যিশুর সঙ্গে জড়িয়ে পড়া গুজরাটি ওই মেয়ের নাম শিনাল সুর্তি। যিশু ও শিনালের পরিচয় কাজের সূত্রেই। যিশুর `হেল্পিং হ্যান্ড` শিনাল। পাঁচ বছরের বেশি সময় ধরেই যিশুর সব কাজ দেখাশোনা করেন তিনি।

বিয়ের ২০ বছর পর ‘ভাঙনের মুখে’ যিশু-নীলাঞ্জনার বিবাহিত জীবন। নীলাঞ্জনাকে ছেড়ে গুজরাটের শিনাল সুর্তির প্রেমে পড়েছেন অভিনেতা। দুজনের লিভ ইনের খবর শুনে নীলাঞ্জনা সেনগুপ্ত নাকি আত্মহত্যার চেষ্টাও করেন।
২০০৪ সালে নীলাঞ্জনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন যীশু সেনগুপ্ত। ধারাবাহিক, টেলিসিরিজের পর্দায় যীশু তখন জনপ্রিয় মুখ। অঞ্জনা ভৌমিকের জেষ্ঠকন্যা নীলাঞ্জনাও তখন অভিনয়জগতে বেশ জনপ্রিয়। তাদের সংসারে সারা এবং জারা দুই কন্যাসন্তান রয়েছে।
একুশে সংবাদ/ এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

