AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ হাসিনার রায়: গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০৬:১৯ পিএম, ১৭ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনার রায়: গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। আজ সোমবার বেলা ২টা ২০ মিনিটে তারা টুঙ্গিপাড়া শেখ রাসেল শিশু পার্কের সামনে বিক্ষোভ মিছিল বের করে। প্রায় ২০ মিনিট তারা সড়কে অবস্থান নিয়ে রাস্তার ওপর আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ আসার খবর পেয়ে তারা পালিয়ে যায়। বর্তমানে টুঙ্গিপাড়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর পাশাপাশি ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় দোলা পেট্রোল পাম্পের সামনে কয়েকজন ছাত্রলীগ কর্মী বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা মহাসড়কে কাঠ-পাটখড়ি ফেলে আগুন ধরিয়ে দেয় এবং পালিয়ে যায়।

এর আগে, সদর উপজেলার ডুমদিয়া এলাকায়ও ছাত্রলীগের কয়েকজন কর্মী বিক্ষোভ প্রদর্শন করে এবং পাটখড়ি দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এছাড়া সদর উপজেলার ৭ মার্চ চত্বরের বিপরীত পাশে ফসলের মাঠে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্রধারী ব্যক্তি বিক্ষোভ দেখান। পুলিশ উপস্থিত হওয়ার খবর পেয়ে তারা পালিয়ে যায়।

সকাল পৌনে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজার এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। স্থানীয়রা জানান, কয়েকজন কর্মী গাছের গুঁড়ি রাস্তার ওপর ফেলে ১–২ মিনিটের মতো অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “কয়েকজন লোক রাস্তায় উঠে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালিয়ে যায়। তবে তারা অবরোধ কর্মসূচি সফল করতে পারেনি।”

অন্যদিকে, শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে গোপালগঞ্জজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সড়ক-মহাসড়কে টহল জোরদার করা হয়েছে।

রায় ঘোষণার পর জেলা শহরে নিস্তব্ধতা দেখা গেছে। রায় বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতাদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা মন্তব্য করতে রাজি হননি।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!