সাইকেলের উপর বসে নায়িকা। এক কথায় এই ছবি চোখকে বেশ আরামই দেবে। কিন্তু নায়ক-নায়িকারা যা-ই করুন না কেন সবাইকে একসঙ্গে কখনও খুশি করতে পারবেন না। তেমনই সারার এই ছবি দেখেও বেজায় নারাজ তাঁর বেশ কিছু অনুরাগী।
ইনস্টাগ্রামে সারার জুরি মেলা ভার। প্রতিটি সময়ে নানা ধরনের ছবি পোস্ট করতেই থাকেন নায়িকা। দর্শকের থেকে ভালবাসাও কুড়িয়েছেন তিনি। কিন্তু এ বার হিসাব একটু ভুল হয়ে গিয়েছে অভিনেত্রীর।
কারণ, বিকিনি পরা সারার ছবি দেখেই রীতিমতো ক্ষেপে উঠছেন তাঁর ভক্তরা। ভরে গিয়েছে নেতিবাচক মন্তব্যে। কেউ লিখেছেন, “ম্যাম আপনি মুসলমান হয়ে এমন বিদেশীদের মতো পোশাক কেন পরেছেন?” আবার কেউ লিখেছেন, “ছিঃ! উলঙ্গ নির্লজ্জ”।
একুশে সংবাদ/ ক.প্র/ রখ
আপনার মতামত লিখুন :