AB Bank
ঢাকা শনিবার, ১৫ জুন, ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

অন্তসত্ত্বা অবস্থাতেই হলিউডের একাধিক অ্য়াকশন সিনে অভিনেত্রী আলিয়া


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:২২ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২২
অন্তসত্ত্বা অবস্থাতেই হলিউডের একাধিক অ্য়াকশন সিনে অভিনেত্রী আলিয়া

সম্প্রতি হলিউডে আত্মপ্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট ৷  শনিবার প্রকাশিত হল  আলিয়ার প্রথম হলিউড ছবি "হার্ট অফ স্টোন"এর ফার্স্ট লুক ৷  নিজের ট্যুইটার হ্যন্ডেল থেকে এই ছবির ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ছবিতে আলিয়া ছাড়াও দেখা যাবে গাল গাদোত ও জেমি ডরমানকে ৷ ছবিটির পরিচালনা করেছেন টম হারপার ৷

 

ছবির বেশ কিছু দৃশ্য আগে থেকেই সাড়া ফেলেছিল নেটমাধ্যমে ৷ ছবিতে কেয়া নামের একটি চরিত্রে দেখা যাবে আলিয়াকে ৷  ছবিতে বেশ কিছু অ্যাকশন সিনেও রয়েছেন অভিনেত্রী  ৷ ছবিটির শ্যুটিং এর সময়তেই আলিয়ার অন্তসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে ৷

জানা গিয়েছে, প্রেগনেন্সির প্রথম পর্যায়তেই বেশ কিছু অ্যাকশন সিনের শ্যুট করেছিলেন আলিয়া ৷ এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আলিয়া জানান , " আমি অন্তসত্ত্বা হওয়ায় অ্যাকশন সিনে শ্যুট করার সময় বাড়তি সতর্কতা নিয়েছিলাম৷"  আগামী বছরই মুক্তি পাবে  আলিয়ার হলিউডের প্রথম ছবি "হার্ট অফ স্টোন" ৷

 

মাত্র ২৯ বছর বয়সেই বলিউডকে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন আলিয়া ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয় ও রণবীর কাপুর অভিনিত "ব্রহ্মাস্ত্র" পার্ট ওয়ান" ছবিটি ৷ মোট তিনটি অংশে মুক্তি পাবে  অয়ন মুখোপাধ্যায় পরিচালিত "ব্রহ্মাস্ত্র" ছবিটি ৷

 

একুশে সংবাদ.কম/জা.হা

Link copied!