AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অন্তসত্ত্বা অবস্থাতেই হলিউডের একাধিক অ্য়াকশন সিনে অভিনেত্রী আলিয়া


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:২২ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২২

অন্তসত্ত্বা অবস্থাতেই হলিউডের একাধিক অ্য়াকশন সিনে অভিনেত্রী আলিয়া

সম্প্রতি হলিউডে আত্মপ্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট ৷  শনিবার প্রকাশিত হল  আলিয়ার প্রথম হলিউড ছবি "হার্ট অফ স্টোন"এর ফার্স্ট লুক ৷  নিজের ট্যুইটার হ্যন্ডেল থেকে এই ছবির ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ছবিতে আলিয়া ছাড়াও দেখা যাবে গাল গাদোত ও জেমি ডরমানকে ৷ ছবিটির পরিচালনা করেছেন টম হারপার ৷

 

ছবির বেশ কিছু দৃশ্য আগে থেকেই সাড়া ফেলেছিল নেটমাধ্যমে ৷ ছবিতে কেয়া নামের একটি চরিত্রে দেখা যাবে আলিয়াকে ৷  ছবিতে বেশ কিছু অ্যাকশন সিনেও রয়েছেন অভিনেত্রী  ৷ ছবিটির শ্যুটিং এর সময়তেই আলিয়ার অন্তসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে ৷

জানা গিয়েছে, প্রেগনেন্সির প্রথম পর্যায়তেই বেশ কিছু অ্যাকশন সিনের শ্যুট করেছিলেন আলিয়া ৷ এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আলিয়া জানান , " আমি অন্তসত্ত্বা হওয়ায় অ্যাকশন সিনে শ্যুট করার সময় বাড়তি সতর্কতা নিয়েছিলাম৷"  আগামী বছরই মুক্তি পাবে  আলিয়ার হলিউডের প্রথম ছবি "হার্ট অফ স্টোন" ৷

 

মাত্র ২৯ বছর বয়সেই বলিউডকে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন আলিয়া ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয় ও রণবীর কাপুর অভিনিত "ব্রহ্মাস্ত্র" পার্ট ওয়ান" ছবিটি ৷ মোট তিনটি অংশে মুক্তি পাবে  অয়ন মুখোপাধ্যায় পরিচালিত "ব্রহ্মাস্ত্র" ছবিটি ৷

 

একুশে সংবাদ.কম/জা.হা

Link copied!