চিকিৎসক নিয়োগের জন্য আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারের ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও দুজন সহকারী ডেন্টাল সার্জন। পাশাপাশি, এমবিবিএস সনদ না থাকায় দুই প্রার্থীর প্রার্থিতা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থগিত প্রার্থী: বিএমডিসির মূল সনদ না থাকায় ২১ জনের মনোনয়ন স্থগিত।
বাতিল প্রার্থী: এমবিবিএস সনদ না থাকায় ২ জনের প্রার্থিতা বাতিল।
স্থগিত প্রার্থীদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত শিগগির জানানো হবে।
গত ১১ সেপ্টেম্বর পিএসসি ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে। এতে ৩ হাজার ১২০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।
নিয়োগপ্রাপ্তদের গেজেট প্রকাশের প্রস্তুতি চলছিল, এর মধ্যেই এ সিদ্ধান্ত এলো।
গত ১৮ জুলাই ঢাকার ২৭টি কেন্দ্রে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।পরীক্ষায় ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হন—যার মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ৫১১ জন।
সহকারী সার্জন (১৯ জন): ৪৮১২৬৪২৪, ৪৮১০০০৬৭, ৪৮১১৮৮৯১, ৪৮১১০৬০৬, ৪৮১০৪৮৬২, ৪৮১৩০৮৫৮, ৪৮১১০৪৫৪, ৪৮১২৮২৭০, ৪৮১০৫০২৫, ৪৮১৩২৩৪০, ৪৮১১৩৬০৪, ৪৮১২৯৫১৭, ৪৮১০৪৬৭৮, ৪৮১০৫৮৬৬, ৪৮১৩৫৬৭৮, ৪৮১০৬৮৯৩, ৪৮১০৯৫৪৭, ৪৮১০২৫৪৩, ৪৮১০৪৫১৬।
সহকারী ডেন্টাল সার্জন (২ জন): ৪৮২০২৫৮৫, ৪৮২০৩৩৭৫।
সহকারী সার্জন: রেজিস্ট্রেশন নম্বর ৪৮১০৯৩৩২ ও ৪৮১৩১০৪৩।
একুশে সংবাদ/এ.জে