AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এমপিওভুক্ত শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩৩ পিএম, ১২ অক্টোবর, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ। এর পরপরই এলাকায় স্বাভাবিক যান চলাচল ফিরে আসে।

রোববার (১২ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষকদের সরাতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ ব্যবহার করে। পরে পল্টন থেকে কদম ফোয়ারামুখী সড়ক খুলে দেওয়া হয়।

প্রেসক্লাব এলাকাজুড়ে এখনো বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। কিছু শিক্ষক এখনও ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করলেও তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

দিনের শুরুতে সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। এতে পল্টন থেকে হাইকোর্টের কদম ফোয়ারা পর্যন্ত যান চলাচল বাধাগ্রস্ত হয়।

বেলা দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের রাস্তা ছাড়ার নির্দেশ দেন। তিনি বলেন, “আপনাদের নেতৃবৃন্দ শহীদ মিনারে গেছেন। তাই আপনারাও পাঁচ মিনিটের মধ্যে এখানে থেকে সরে যান, এরপর আমরা আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবো।”

তবে আন্দোলনকারীদের একটি অংশ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার ঘোষণা দিলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ হস্তক্ষেপ করে শিক্ষকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার আশ্বাস দিয়েছিলেন।

কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। বরং ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে, যা শিক্ষক-কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!