মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। এতে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন।
অবস্থান কর্মসূচির কারণে প্রেসক্লাবসংলগ্ন এলাকা থেকে হাইকোর্টমুখী সড়কে যান চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে যায়। শিক্ষকরা জানিয়েছেন, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
আয়োজক সূত্রে জানা গেছে, এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এবং যুগ্ম সদস্যসচিব ও শিক্ষাবিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তসহ সংগঠনের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।
এর আগে, গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে হাজারো শিক্ষক-কর্মচারী অংশ নেন। সেদিন শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা ৭৫ শতাংশে উন্নীত করার আশ্বাস দিয়েছিলেন।
তবে প্রায় দুই মাস পার হলেও সে প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন। বরং গত ৫ অক্টোবর শিক্ষক দিবসের দিনে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে, যা শিক্ষক সমাজের অসন্তোষ আরও বাড়িয়েছে।
জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বলেন, “আমাদের দেওয়া আশ্বাস বাস্তবায়নের কোনো পদক্ষেপ না দেখে আমরা হতাশ। ৫০০ টাকা বাড়িভাড়া বাড়িয়ে আমাদের দাবির প্রতি উপহাস করা হয়েছে। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি, শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার আদায় না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।”
একুশে সংবাদ/এ.জে