আনন্দ উল্লাসের মধ্য দিয়ে মির্জাগঞ্জ উপজেলা কল্যান সমিতি, ঢাকা এর বার্ষিক সাধারন সভা ও দ্বি-বার্ষিক নির্বাহী কমিটির নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০.০০ ঘটিকায় শহীদ শফিউর রহমান মিলনায়তন (সুপ্রীমকোর্ট বার অডিটোরিয়াম) এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। সকালে সাধারণ সভা শেষে দুপুরে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাহাবুদ্দিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
সভায় মির্জাগঞ্জ উপজেলা কল্যান সমিতি`র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ বার্ষিক প্রতিবেদনে বলেন, মির্জাগঞ্জ উপজেলা কল্যান সমিতির নামে একখন্ড জমি আছে কিন্তু নিজস্ব কোন অফিস এখনও আমরা সেখানে করতে পারি নাই। এখন সময় এসেছে আমাদের সমিতির নামে ক্রয়কৃত জমিতে অফিস তৈরী করা অথবা ঢাকার প্রানকেন্দ্রে অফিসের জন্য একটি ফ্ল্যাট ক্রয় করা। সমিতি প্রতিষ্ঠার পর থেকে এই দীর্ঘ সময়ে বিভিন্ন স্থানে আমাদের সদস্যদের ব্যক্তিগত অফিসে সমিতির কার্যক্রম সম্পাদন করতে হচ্ছে।
এখানে উল্লেখ না করলেই নয় যে, মরহুম গাজী জাহাঙ্গীর সাহেবের অফিস (পায়রা ট্রেডিং), মরহুম আঃ মজিদ মল্লিক সাহেবের অফিস কারিতাস, জনাব মোঃ ইকবাল মাহমুদ সাহেবের অফিস ইষ্টার্ন ইনসুরেন্স, এ্যাডভোকেট হারুন সাহেবের ল` চেম্বার, নেইজি ন্যাশনাল জনাব কালাম সাহেবের অফিস, সুমনা হাউজিং এর অফিস এবং আমার নিজের অফিস এম জি অয়েল ইন্ডাস্ট্রিজ লিঃ সহ অনেকের অফিসে আমরা মির্জাগঞ্জ উপজেলা কল্যান সমিতির দাপ্তরিক কার্যক্রম ও মিটিং করেছি।
ফলে এখন সময় এসেছে সকলে মিলে মিশে একত্রে কাজ করলে মির্জাগঞ্জ কল্যান সমিতির জন্য আমাদের সমিতির জমিতে ভবন নির্মান করা অথবা ঢাকার প্রানকেন্দ্রে একটি অফিস ক্রয় করা। এ বিষয়ে সকলের সহযোগিতা ও নতুন কমিটি কার্যকরী পদক্ষেপ গ্রহন করবে এবং তা বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী, বিশেষ অতিথিবৃন্দ, কার্য নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ ও ঢাকায় বসবাসরত মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আজকের নির্বাচনের প্রার্থীরা হলেন, সভাপতি পদে মো: আশ্রাফ আলী হাওলাদার ও মো: শাহাবুদ্দিন খাঁন। সিনিয়র সহ-সভাপতি পদে মো: ইকবাল মাহমুদ ও মো: ফিরোজ আলম গোলদার। সহ-সভাপতি পদে মো: আল আমিন, মো: আবদুল হাকিম খাঁন, মো: খাইরুল আহসান (মিন্টু), মো: জাকির হোসেন, নেছার উদ্দিন আহমেদ, এস. এম ফোরকান, মো: মনিরুল ইসলাম ও গাজী মোস্তাফিজুর রহমান (শাহীন)। সাধারণ- সম্পাদক পদে মো: আবু বকর সিদ্দিক চৌধুরী, মোঃ খলিলুর রহমান, এ্যাড: খন্দকার মনিরুজ্জামান মনির ও মো: শফিকুল ইসলাম (মিজান)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো: আকতারুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, এস. এম ইলিয়াস ও এ্যাড, হুমায়ন কবির খান। কোষাধ্যক্ষ পদে মো: আবুল কালাম ও মো: নুরুল হক (নান্টু)। সাংগঠনিক সম্পাদক পদে এ্যাড. মো: বাচ্চু মিয়া, মিজানুর রহমান ও মো: রেজাউল আলম (বাদাল খান)। সহ- দপ্তর সম্পাদক পদে মুহা: মাহবুবুর রহমান।ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: বুরহানুদ্দীন, মো: মনিরুল ইসলাম মোল্লা ও মো: রুহুল আমিন রাজ্জাক। যুব ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো: কামাল হোসেন ও মো: মুহিবুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করেন।
কোন প্রতিদ্বন্দ্বী নাকায় প্রচার প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান, সহ- প্রচার প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কে এম শফিকুল ইসলাম দিপু, সহ- আইন বিষয়ক সম্পাদক সৈয়দ নাছিমুল গণি (মনন), সহ- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: রেজাউল করিম নান্নু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আবু বকর সিদ্দিক ও সদস্য মো: আবু জাফর ও মো: মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
একুশে সংবাদ//র.ন