এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া দুটি বিষয়ের নতুন সময়সূচি এক-দুই দিনের মধ্যে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণত বোর্ডের নিয়ম অনুযায়ী শেষ পরীক্ষার পর এক-দুদিন বিরতি দিয়ে স্থগিত পরীক্ষা নেওয়া হয়। সে অনুযায়ী, ২২ তারিখের পরীক্ষা যেদিন নির্ধারিত হবে, সেটি হবে সকালবেলা, আর ২৪ তারিখের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেদিন বিকেলে।
তিনি বলেন, “পরীক্ষা ঠিক কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে বোর্ড দ্রুত সিদ্ধান্ত দেবে। কাল কিংবা পরশুর মধ্যেই তা জানানো সম্ভব হবে।”
দুর্ঘটনার প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাটি ছিল অত্যন্ত মর্মান্তিক। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করেছি। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন হয়েছে।”
পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, “ঘটনার দিন রাত ১০টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। বাসায় ফেরার পর পরীক্ষার বিষয়টি সামনে আসে। অনেকেই চাচ্ছিলেন পরীক্ষা স্থগিত হোক। তবে এমন সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। এটি কারও একক এখতিয়ারে নেই। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর দ্রুত জানিয়ে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “কেউ কেউ মনে করছেন পরীক্ষা আগে থেকেই স্থগিত করা যেত। তবে নিয়ম-প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কেউ মনে করেন এতে ভোগান্তি হয়েছে, আমি আশা করি তারা এই ব্যাখ্যা শুনে বিষয়টি বুঝতে পারবেন।”
শিক্ষা সচিবকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “এটি একটি উচ্চপর্যায়ের কমিটির সিদ্ধান্ত। আমি সে সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি নিজ থেকে পদত্যাগ করিনি এবং তার প্রয়োজনও অনুভব করি না। যদি কর্তৃপক্ষ মনে করেন আমার দায়িত্বে ব্যত্যয় হয়েছে, তারা চাইলে আমি দায়িত্ব ছাড়ব।”
মাইলস্টোন দুর্ঘটনার পর শিক্ষার্থীদের দাবিদাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “তাদের অনেক দাবি যৌক্তিক। সংবেদনশীল কিছু দাবিও আমরা গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছি। সরকারের পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিয়েছি— এসব দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে।”
একুশে সংবাদ/চ.ট/এ.জে