AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৬ সালে ব্যাংক বন্ধের তালিকা প্রকাশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪০ পিএম, ১৬ নভেম্বর, ২০২৫

২০২৬ সালে ব্যাংক বন্ধের তালিকা প্রকাশ

২০২৬ সালের ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর দেশের সব তফসিলি ব্যাংক মোট ২৮ দিন বন্ধ থাকবে। রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন তালিকাটি জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

তালিকা অনুযায়ী, আগামী বছরের প্রথম ব্যাংক ছুটি হবে শবে বরাত উপলক্ষে ৪ ফেব্রুয়ারি। একই মাসে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে। ১৭ মার্চ শবে কদর উপলক্ষ্যে একদিন ছুটি থাকবে।

এরপর জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। ঈদের আগের দুইদিন, ঈদের দিন ও পরবর্তী দুইদিন মিলিয়ে ছুটি নির্ধারণ করা হয়েছে—যার মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি।

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে। চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ১৩ এপ্রিল (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জন্য), বাংলা নববর্ষে ১৪ এপ্রিল এবং মে দিবস ও বুদ্ধপূর্ণিমায় ১ মে ব্যাংক ছুটি থাকবে।

ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এই ছুটির মধ্যেও দুদিন সাপ্তাহিক ছুটি রয়েছে। ২৬ জুন আশুরা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজা, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালনে ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতেই ২০২৬ সালের ব্যাংক ছুটির তালিকা প্রণয়ন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে তফসিলি ব্যাংকের ছুটি ছিল ২৪ দিন এবং ২০২৫ সালে ছুটি নির্ধারিত হয়েছে ২৭ দিন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!