AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাঁচ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না: গভর্নর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৫ পিএম, ১৬ নভেম্বর, ২০২৫

পাঁচ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের সামনে আর কোনো কার্যকর বিকল্প ছিল না।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিটে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর মনসুর ব্যাংকিং খাতকে শক্তিশালী ও গতিশীল রাখতে স্বচ্ছতা এবং জবাবদিহির অপরিহার্যতার ওপর জোর দেন। তিনি বলেন, “বিনিয়োগকারী, জমাকারী এবং ব্যাংক কর্মকর্তাসহ সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ খাতকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।”

দুর্বল পাঁচ ব্যাংকের একীভূতকরণ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা, সুশাসন নিশ্চিত হলে এ প্রক্রিয়া অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।”

উল্লেখ্য, গত ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংক এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে আর্থিকভাবে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয়।

পরবর্তীতে ৯ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের বিশেষ অনলাইন সভায় পাঁচ ব্যাংককে একীভূত করে নতুন একটি শরিয়াভিত্তিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক—‘সম্মিলিত ইসলামী ব্যাংক’—গঠনের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়।

নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!