জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন ` জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম’ প্রতিষ্ঠার পর থেকেই নিজস্ব উদ্যোগে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠার ফলে সংগঠনটি আজ বিশ্ববিদ্যালয় অঙ্গনে স্বনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের একটি স্বনামধন্য ও অন্যতম নিরপেক্ষ সংগঠন। নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাওয়া এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে গত ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর।
"কণ্ঠে শক্তি, সত্যেই মুক্তি" এ মোটো নিয়ে পথ চলা এই সংগঠনটির সদস্যরা স্বাধীনভাবে ও নিষ্ঠার সাথে দেশের বিভিন্ন জনপ্রিয় জাতীয় দৈনিক, টিভি চ্যানেল ও মাল্টিমিডিয়াগুলোতে কাজ করে যাচ্ছে অবিরাম। সত্য প্রকাশের একাগ্রতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এ ধারা অব্যাহত রাখতে প্রতিবছরই সাংবাদিক ফোরামে চলে সদস্য সংযুক্তি।
বিশ্ববিদ্যালয়ে লেখালেখি, ফটো বা ভিডিওগ্রাফি এবং গ্রাফিক্স বা পোস্টার ডিজাইনের মাধ্যমে সাংবাদিকতা করতে আগ্রহী এমন নবীন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে সাংবাদিক ফোরামের সাথে যুক্ত করে নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখে এ সংগঠন। শেখায় ক্ষুদ্রতি ক্ষুদ্র প্রাপ্ত তথ্য বা উপাত্তকে কিভাবে নিউজে রূপ দিতে হয়।
এর পাশাপাশি প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষপূর্তি উৎসব উদযাপন, নবীন সাংবাদিক বরণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়স্থ সাংবাদিক সংগঠনগুলোর সাথে সৌজন্য সাক্ষাৎকার ও সম্প্রীতির বন্ধনবৃদ্ধিকরণ, ফিচার হান্টিং ট্যুরসহ প্রতিবছর বিভিন্ন ধরণের আয়োজনের মধ্যে দিয়ে নানাবিধ অনুষ্ঠান কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। প্রতি বছরে সংগঠনের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ক্যালেণ্ডার, ডায়েরি ও ছোট দিনপঞ্জি।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সদস্যদের সম্মিলিত প্রয়াসে সংগঠনটি সবসময় নিজেদের অর্থায়নেই আয়োজন করে আসছে নানা কার্যক্রম— যেমন আলোচনা সভা, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি, শিক্ষা সফর, ইফতার মাহফিলসহ আরও নানারকম কর্মসূচি। কোনো বহিরাগত আর্থিক সহায়তা ছাড়াই নিজেদের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে কার্যক্রমগুলো সফলভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।
জুলাই গনঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের বলিষ্ঠ কন্ঠস্বরে রুপ নিয়েছিলো এই সাংবাদিক ফোরাম। ফেসিবাদী প্রশাসনের সকল হুমকিকে উপেক্ষা করে সাংবাদিক ফোরামের সাহসী সাংবাদিকরা সব পরিস্থিতিতে ক্যাম্পাসে অবস্থান করে সর্বস্তরের শিক্ষার্থীদের কথা নিরপেক্ষভাবে প্রচার করেছে। যা জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের পথকে আরও অনেক বেশি সুপ্রসন্ন করে দেয়।
অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং সক্রিয় জুলাই যোদ্ধা রবিউল ইসলাম বলেন, " নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরুর দিকের আন্দোলন থমকে থাকলেও শেষদিকে সাংবাদিকদের তৎপরতায় প্রচার বেড়ে গেলে জুলাই গনঅভ্যুত্থান এই নজরুল বিশ্ববিদ্যালয়েও চূড়ান্ত রুপ লাভ করে। এই প্রচারণায় সাংবাদিক ফোরাম এককভাবে অংশগ্রহণ করে যা শিক্ষার্থীদেরকে একতাবদ্ধ হয়ে আন্দোলন করতে অনুপ্রেরণা যোগায়।"
বিশ্ববিদ্যালয়ের সকল সাফল্যমন্ডিত অর্জনগুলোও নিরপেক্ষতার সাথে বিভিন্ন পত্রিকায় লেখার মাধ্যমে প্রচার করে আসছে সাংবাদিকদের এই সক্রিয় সংগঠনটি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মসূচীর অন্তর্ভুক্ত বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা সভা, শিক্ষামূলক কর্মসূচীসহ সব ধরনের কার্যক্রম নিরপেক্ষভাবে প্রচার করে আসছে।
তাছাড়াও শিক্ষার্থীদের অন্যান্য দাবি আদায়ের আন্দোলন, যেমন: মাঠ সংস্কার, বাস সংস্কার ইত্যাদি দাবিগুলো আদায়ের আন্দোলনেও শিক্ষার্থীদের নিরপেক্ষ কণ্ঠস্বর হিসেবে অবদান রেখেছে সাংবাদিক ফোরাম। যাতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে এই সংগঠনের গ্রহনযোগ্যতা আরও অনেক বেশি বৃদ্ধি পায়।
নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস লামইয়া বলেন, " আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব সময় নিরপেক্ষ গণ মাধ্যমের ভূমিকায় স্বচ্ছতার পরিচয় দিয়েছে সাংবাদিক ফোরাম। সংগঠনটি তার নিরপেক্ষ কার্যক্রমের মাধ্যমেই আমাদের মনে জায়গা করে নিয়েছে।
ফোরামের সভাপতি শাকিল বাবু বলেন, "নিরপেক্ষতার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠা লাভ করেছে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। সকল প্রকার রাজনৈতিক প্রভাবমুক্ত সংগঠন হিসেবে মাথা উচু করে দাড়িয়েছে এই সংগঠন। অল্প সময়েই কাজের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। আশা করি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণকর নিউজ পরিবেশন করবে সাংবাদিক ফোরাম।”
এদিকে ফোরামের সহঃ সভাপতি রোকন বাপ্পি জানান, “সৃষ্টি সবাই করতে পারে না। কখনো ভাবিনি আমাদের হাত দিয়ে একটি সাংবাদিক সংগঠনেরও সৃষ্টি হবে। তবে ন্যায় নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা চর্চা করতে গিয়ে তার প্রয়োজন হয়েছে। তবে সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে এটুকু বলতে পারি, শূন্য থেকে সৃষ্টি এ সাংবাদিক ফোরাম এত কম সময়ে মাত্র ২ বছরে আপন গরিমা ও মহিমা দিয়ে সফলতার যে উচ্চতা পর্যন্ত পৌঁছেছে তা বিরল। সংগঠনের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার এ ধারা অব্যাহত থাকবে এই কামনায় করি"
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে— সংকট হোক বা সুদিন, উদ্যোগ ও ঐক্য থাকলে স্বনির্ভরতা সম্ভব।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

