AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পুনঃনির্ধারণ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৮ পিএম, ২০ অক্টোবর, ২০২৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পুনঃনির্ধারণ

নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কাজে অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী ও পারিতোষিকের হার নতুনভাবে নির্ধারণ করেছে সরকার।

সোমবার (২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়, নতুন এই হার অবিলম্বে কার্যকর হবে।

পরিপত্র অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি ৬ হাজার টাকা, বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যদের প্রতিটি সভায় সম্মানী ৬ হাজার টাকা, এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞদের প্রতিদিনের সম্মানী ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

পূর্ণ উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রতিটি ১৩০ টাকা, অবজেকটিভ টাইপ উত্তরপত্রের জন্য ৩৫ টাকা এবং পরীক্ষা সংশ্লিষ্ট আপ্যায়ন ব্যয় হিসেবে দুপুর বা রাতের খাবারের জন্য জনপ্রতি ৫০০ টাকা নির্ধারিত হয়েছে। তবে নাশতার হার অপরিবর্তিত রাখা হয়েছে।

এছাড়া পরীক্ষা পরিচালনায় সরাসরি সম্পৃক্ত কর্মচারীদের প্রতিদিনের সম্মানী নির্ধারণ করা হয়েছে —৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য ১,২০০ টাকা, ১০ম থেকে ১৬তম গ্রেডের জন্য ১,০০০ টাকা, ১৭তম থেকে ২০তম গ্রেডের জন্য ৮০০ টাকা।

খাতা মূল্যায়নের জন্য ৫০ টাকা এবং ভেন্যু বা কেন্দ্রের সমন্বয়কারী (প্রতিষ্ঠানপ্রধান বা মনোনীত ব্যক্তি) পাবেন ৩,৫০০ টাকা সম্মানী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!