AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একনেকে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০০ পিএম, ২১ অক্টোবর, ২০২৫

একনেকে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, নগর অবকাঠামো এবং সরকারি সেবা উন্নয়নে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৩টি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৮৮ কোটি টাকা।

এর মধ্যে সরকারি তহবিল থেকে আসবে ১ হাজার ৮৮৫ কোটি ৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৫৩ কোটি ২ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৫০ কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— রেজিলিয়েন্স স্ট্রেংদেনিং থ্রু অ্যাগ্রি-ফুড সিস্টেম ট্রান্সফরমেশন প্রকল্প, খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন, জামালপুর শহরের নগর স্থাপত্য পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন প্রকল্প,গাজীপুর সিটি করপোরেশনের ১–৫ নম্বর জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ, উত্তরা লেক উন্নয়ন প্রকল্প, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ, কিশোরগঞ্জ–পাকুন্দিয়া–মির্জাপুর–টোক মহাসড়ক উন্নয়ন, বিএসটিআই পদার্থ ও রসায়ন পরীক্ষাগার সম্প্রসারণ, ঘোড়াশাল তৃতীয় ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প, পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানের ইনস্টিটিউটে রূপান্তর, রেলওয়ের পশ্চিম ও পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেট পুনর্বাসন ও মানোন্নয়ন প্রকল্প।

এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের যোগাযোগ, বিদ্যুৎ, স্বাস্থ্য ও নগর উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি আসবে বলে আশা করছে সরকার।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!