রাজধানীসহ দেশের বাজারে এখন শীতের আগাম সবজির সরবরাহ বেড়েছে। এতে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম কমে বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি ডিম ও ব্রয়লার মুরগির দামও কিছুটা হ্রাস পেয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহ আগেও ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছিল না। তবে এখন শীতের শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ বেশ কিছু সবজির দাম অর্ধেকে নেমে এসেছে।
বিক্রেতারা জানাচ্ছেন, মৌসুমি সরবরাহ বাড়ায় দাম কমেছে। এতে ক্রেতাদের চাপও কিছুটা কমেছে।
রামপুরা কাঁচাবাজারের সবজি বিক্রেতা সুজন মোহাম্মদ বলেন, “এখন সবজির দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ নেই। শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ২০–৩০ টাকা কমেছে।”
বর্তমানে বাজারে শিম বিক্রি হচ্ছে ৬০–৮০ টাকা কেজি, ফুলকপি ও বাঁধাকপি ৩০–৫০ টাকায়, মুলা ৪০–৬০ টাকায়, আর আলু ২০ টাকায়। কাঁচা পেঁপে, কচুর মুখি, পটল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা ৩০–৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও নেমে এসেছে ১০০ টাকার নিচে।
অন্যদিকে, সবজির দাম কমার প্রভাবে কিছুটা স্বস্তি ফিরেছে ডিম ও মুরগির বাজারেও। দুই সপ্তাহ আগে ফার্মের ডিমের ডজনপ্রতি দাম ছিল ১৪০–১৫০ টাকা; এখন বড় বাজারে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। পাড়ার দোকানে দাম কিছুটা বেশি—১৪০ টাকার মতো।
ব্রয়লার মুরগির কেজি ১০ টাকা কমে ১৭০–১৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালি জাতের মুরগি আগের মতোই ২৮০–৩০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দামও অপরিবর্তিত থেকে ৭৫০–৭৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশ বিক্রি শুরু হলেও দাম এখনো বেশি। রামপুরা বাজারে ৩০০–৪০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, আর ৮০০ গ্রামের ইলিশ ১৬০০–২০০০ টাকায়।
দেশি পেঁয়াজের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে—প্রতি কেজি ৭৫–৮০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন ১০০–১৪০ টাকায়, দেশি মসুর ১৫০–১৫৫ টাকায়, আমদানি করা মসুর ৯৫–১০৫ টাকায় পাওয়া যাচ্ছে। চিনির দাম কিছুটা কমে এখন কেজি ১০৫–১১৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে ভোজ্যতেলের বাজারে এখনো কোনো পরিবর্তন আসেনি।
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
