AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাবিতে "পোস্ট রিটায়ার্মান্ট ফিনানশিয়াল ইস্যুস ফর টিচার্জ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


Ekushey Sangbad
জাবি প্রতিনিধি
০৬:৩৪ পিএম, ১৬ নভেম্বর, ২০২৫

জাবিতে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে শিক্ষকদের অবসর-পরবর্তী আর্থিক প্রস্তুতি বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় আইকিউএসি কনফারেন্স কক্ষে আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “পরিসমাপ্তি হচ্ছে জীবনের পূর্ণতা; পরিসমাপ্তি-পরিতৃপ্তিরই কাম্য। জীবনের শেষ আছে, আশারও শেষ আছে—এই বাস্তবতা উপলব্ধি করেই কর্মজীবনের শেষ অধ্যায়ের প্রস্তুতি নিতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, কর্মশালাটি শিক্ষকসমাজকে অবসর-উত্তর আর্থিক পরিকল্পনা গ্রহণে বাস্তব সহায়তা ও নির্ভরযোগ্য দিকনির্দেশনা দেবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার মো. মোসানুল কবীর, যেখানে তিনি অবসর ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, পেনশন ব্যবস্থাপনা, বিনিয়োগ পরিকল্পনা এবং ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারী শিক্ষকরা অবসর-পরবর্তী আর্থিক স্থিতি ও প্রস্তুতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং পরামর্শ গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শামীম আল মামুন। পুরো কর্মশালায় উপস্থিত শিক্ষকরা উদ্যোগটির প্রশংসা করেন এবং নিয়মিতভাবে এমন কার্যক্রম আয়োজনের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের পেশাজীবন শেষে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আইকিউএসি’র এই কর্মশালা ভবিষ্যতেও আরও বিস্তৃতভাবে আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান।


একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!