AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একলাফে স্বর্ণের দাম কমলো ৮৩৮৬ টাকা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৩ পিএম, ২২ অক্টোবর, ২০২৫

একলাফে স্বর্ণের দাম কমলো ৮৩৮৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন এসেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভরিপ্রতি কমানো হয়েছে ৮ হাজার ৩৮৬ টাকা। নতুন দামে প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকায়।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (২২ অক্টোবর) বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়।

এর আগে গত ২০ অক্টোবর সোনার দাম বাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। তিন দিনের মাথায় দাম কিছুটা কমিয়ে দেওয়া হলো।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী—

২২ ক্যারেট সোনা: ভরিপ্রতি কমেছে ৮,৩৮৬ টাকা, নতুন দাম ২,০৮,৯৯৬ টাকা।

২১ ক্যারেট সোনা: ভরিপ্রতি কমেছে ৮,০০২ টাকা, নতুন দাম ১,৯৯,৫০১ টাকা।

১৮ ক্যারেট সোনা: ভরিপ্রতি কমেছে ৬,৮৫৯ টাকা, নতুন দাম ১,৭০,৯৯৪ টাকা।

সনাতন পদ্ধতির সোনা: ভরিপ্রতি কমেছে ৫,৮৫৯ টাকা, নতুন দাম ১,৪২,২১৯ টাকা।

গত ২০ অক্টোবর সোনার দাম বাড়ানোর সময় ২২ ক্যারেট সোনার দাম ১,০৫০ টাকা, ২১ ক্যারেটের ১,০০৪ টাকা, ১৮ ক্যারেটের ৮৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭২৩ টাকা করে বাড়ানো হয়েছিল। আজ (বুধবার) পর্যন্ত ওই দামে সোনা বিক্রি হয়েছে।

এদিকে, সোনার পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে।

২২ ক্যারেট রূপা: ভরিপ্রতি কমেছে ৭৩৫ টাকা, নতুন দাম ৫,৪৭০ টাকা।

২১ ক্যারেট রূপা: ভরিপ্রতি কমেছে ৭০০ টাকা, নতুন দাম ৫,২১৪ টাকা।

১৮ ক্যারেট রূপা: ভরিপ্রতি কমেছে ৬০৭ টাকা, নতুন দাম ৪,৪৬৭ টাকা।

সনাতন পদ্ধতির রূপা: ভরিপ্রতি কমেছে ৪৪৩ টাকা, নতুন দাম ৩,৩৫৯ টাকা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!