অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস হিসেবে ধরা বিপজ্জনক। তিনি বলেন, “পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা হবে, এটা ভাবা ভুল।”
ড. সালেহউদ্দিন আরও উল্লেখ করেন, সুকুক বন্ড বেসরকারি খাতে ব্যবহার করা উচিত, তখনই সত্যিকারের লাভজনক বিনিয়োগ আসবে।
তিনি প্রায়শই অর্থনীতির বড় প্রকল্প ও বিনিয়োগের দিকেও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “ব্যারিস্টার নাজমুল হুদা যোগাযোগ মন্ত্রী থাকাকালীন থেকেই পদ্মা সেতু নিয়ে পরিকল্পনা চলে আসছিল। আমি তখনই বলেছিলাম, এত বড় অবকাঠামো তৈরির জন্য বিশ্বব্যাংকের ঋণ নেওয়ার দরকার নেই। শেয়ার মার্কেট থেকেই এমন মেগা প্রকল্পের জন্য অর্থ তোলা সম্ভব।”
ড. সালেহউদ্দিনের বক্তব্য থেকে বোঝা যায়, পুঁজিবাজারকে শুধু ধারাবাহিক মুনাফার উৎস হিসেবে দেখা উচিত নয়, বরং তা সঠিকভাবে ব্যবহার করে বড় বিনিয়োগ ও অর্থায়ন সম্ভব।
একুশে সংবাদ/য.ট/এ.জে