AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং মিল্ভিক বাংলাদেশের মধ্যে চুক্তি সই


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০১ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং মিল্ভিক বাংলাদেশের মধ্যে চুক্তি সই

বাংলাদেশের চতুর্থ প্রজন্মের জীবনবীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা এখন থেকে ডিজিটাল স্বাস্থ্যসেবা পাবেন। কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ডিজিটাল জীবনবীমার পাশাপাশি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা ডিজিটাল স্বাস্থ্যসেবাও পাবেন।

আজ সোমবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং টেলিমেডিসিন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মিলভিক বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।সোনালী লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী লাইফের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং মিলভিক বাংলাদেশের পক্ষে কান্ট্রি ম্যানেজার মোঃ শিহাব উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল, সিওও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সিআইও হাসিব রেজা, এএমডি এমদাদুল হক সাহিল, মিলভিকের কান্ট্রি লিড (ফাইন্যান্স) রিয়াজ মোস্তফা, ইসরাত মোস্তফা সহ সোনালী লাইফের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এই চুক্তির আওতায় সোনালী লাইফের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা মিলভিক বাংলাদেশের টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া মিলভিক বাংলাদেশ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন পরিকল্পনা তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত এবং সহজলভ্যভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দেবে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন: “গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। টেলিমেডিসিন সেবা যুক্ত হওয়ায় আমাদের গ্রাহকরা স্বাস্থ্যসেবা এবং বীমা সুবিধা একসাথে সহজেই পাবেন। এটি সোনালী লাইফের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোঃ শিহাব উদ্দীন বলেন: “সোনালী লাইফের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে গ্রাহকরা শুধু মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন না, বরং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও দ্রুত এবং নির্ভরযোগ্য বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!