AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চার মাসেই প্রবাসী আয়ে ১০ বিলিয়ন ডলার ছাড়াল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০১ পিএম, ২ নভেম্বর, ২০২৫

চার মাসেই প্রবাসী আয়ে ১০ বিলিয়ন ডলার ছাড়াল

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১০ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। টাকায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় এক লাখ ২৪ হাজার ৩২২ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ৫০ পয়সা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, এ সময়ে রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের তুলনায় ১৩ দশমিক ৫৬ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।

সবশেষ অক্টোবর মাসে দেশে এসেছে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ কোটি ৮৫ লাখ ডলার বেশি। ২০২৪ সালের অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ২৩৯ কোটি ৫০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারি পদক্ষেপ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার আধুনিকীকরণ রেমিট্যান্স বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছর (২০২৪-২৫) শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনৈতিক স্থিতিশীলতায় স্বস্তি ফিরিয়ে আনছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!