দীর্ঘ চার মাসের টানা মূল্যবৃদ্ধির পর রাজধানীর সবজির বাজারে অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে। সাম্প্রতিক বৃষ্টি ও সরবরাহ ঘাটতির প্রভাব ধীরে ধীরে কেটে যাওয়ায় গত দুই সপ্তাহ ধরে সবজির দামে কিছুটা স্থিতিশীলতা দেখা যাচ্ছে।প্রতি কেজি পেঁয়াজ এখন ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শীতের আগমনী হাওয়া লাগতেই বাজারে মৌসুমি নতুন সবজির সরবরাহ বাড়ছে, যার প্রভাব পড়েছে দামে।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর মগবাজার, মালিবাগ ও খিলগাঁওসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে,
সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে, প্রতি কেজি ৩০ টাকা।
এছাড়া আলু ৩০ টাকা, পটল ও ঝিঙ্গা ৬০ টাকা, মুলা ৫০ টাকা, ধন্দুল ও চিচিঙ্গা ৬০ টাকা, বেগুন, ঢেঁড়স, করলা ও বরবটি ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে নতুন উঠেছে শালগম, বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, মিষ্টিকুমড়া ৬০ টাকা,
শসা ৮০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কচু ৬০ টাকা এবং শিম ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন তোহা, যিনি মগবাজারে সবজি কিনতে এসেছিলেন, বলেন, “গত কয়েক মাস ধরে সবজির দাম খুবই বেশি ছিল। গত সপ্তাহে কিছুটা কমলেও আজ আবার কিছুটা বেড়েছে। তবে আগের তুলনায় বাজার এখন অনেকটা স্বস্তিদায়ক।”
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সোহেল হোসেন জানান, “বৃষ্টির কারণে কিছু সবজি নষ্ট হয়েছে, তাই দাম সামান্য বেড়েছে। তবে শীতের শুরুতে নতুন সবজি উঠতে থাকায় দাম দ্রুত কমবে। পুরো শীতজুড়ে সরবরাহ বাড়বে, তখন বাজার আরও স্থিতিশীল হবে।”
বাজারসংশ্লিষ্টরা বলছেন, নভেম্বরের শেষ দিক থেকেই বড় পরিসরে শীতকালীন সবজি আসবে বাজারে। ফলে দাম আরও ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

