দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এক লাফে প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (১৯ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মূল্য রোববার (২০ এপ্রিল) থেকে কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি বিক্রি হবে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকায়। দেশের ইতিহাসে এর আগে কখনও স্বর্ণের দাম এত উচ্চতায় ওঠেনি।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
তবে স্বর্ণের পাশাপাশি রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে রুপার দাম ক্যারেটভেদে নিম্নরূপ:
২২ ক্যারেট: ২,৫৭৮ টাকা/ভরি
২১ ক্যারেট: ২,৪৪৯ টাকা/ভরি
১৮ ক্যারেট: ২,১১১ টাকা/ভরি
সনাতন পদ্ধতির রুপা: ১,৫৮৬ টাকা/ভরি
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :