স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ কে এম আবদুল আলীম। ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি উক্ত পদে নির্বাচিত হন। এ ছাড়া তিনি ব্যাংকের অডিট কমিটির সদস্য ও শরিয়া সুপারভাইজরি কমিটির পর্যবেক্ষক।
তরুণ উদ্যোক্তা আবদুল আলীম স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও বর্তমান চেয়ারম্যান এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আবদুল আজিজের একমাত্র পুত্র। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং আন্তর্জাতিক ব্যাবসায় দক্ষ, বৈশিক অর্থনীতি বিষয়ে বিশেষ উৎসাহী আলীম দেশের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাস্টিকা থেকে ’ও’ এবং ’এ’ লেভেল পাশ করার পর নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা থেকে বিবিএ ও যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন।
একুশে সংবাদ//কা.ক//র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

