দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২০ দিন বন্ধ রাখার পর পুনরায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে দেশীয় পেঁয়াজের দাম বাড়ায় আমদানি শুরু করেছে ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৪ জুন) বিকেল ৫টার দিকে ভারতীয় পেঁয়াজ বোঝাই দুটি ট্রাক হিলি বন্দরের প্রবেশ করে। এরইমধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।
জানা যায়, সততা বাণিজ্যালয় নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব পেঁয়াজ আমদানি করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুটি ট্রাকে ৩৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
আমদানিকারক প্রতিষ্ঠানের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি মাহাবুব হোসেন জানান, দেশের বাজারে হঠাৎকরে দেশীয় পেঁয়াজের কেজি ৮০ টাকা হওয়ায় বাজার নিয়ন্ত্রণ রাখতে আজ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আর লোকসান হওয়ায় গত ২০ দিন আমদানি বন্ধ ছিল। বাজারে ভারতীয় পেঁয়াজের দাম পাওয়া গেলে ঈদের আগে আমদানি আরো বাড়তে পারে।
উলেখ, অভ্যন্তরীণ বাজারে সংকট দেখিয়ে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। গত ৪ মে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে ৪০ শতাংশ শুল্কারোপ করে দেশটি। গত ১৪ মে এ শুল্ক দিয়ে পেঁয়াজ আমদানি করে লোকসানে পড়েন হিলি স্থলবন্দরের এক আমদানিকারক।
এরপর থেকে বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি। প্রতি মেট্রিক টন পেঁয়াজে ৫৫০ মার্কিন ডলার দিতে হচ্ছে এবং প্রতি কেজিতে প্রায় ৭ টাকার মতো শুল্ক দিতে হচ্ছে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

