ভারতের এমডিএইচ, এভারেস্টের মতো ব্র্যান্ডের মশলা নিষিদ্ধ করেছে নেপালসহ কয়েকটি দেশ। এরইমধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ভারতীয় মশলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। খবর আনন্দ বাজারের।
ব্রিটেন জানিয়েছে, এই বিশেষ দুই ব্র্যান্ডের মশলা নিয়ে তারা বাড়তি সতর্কতা অবলম্বন করছে। ভারতের সমস্ত মশলার উপর নজরদারি চালাচ্ছে তারা।
গত মাসে প্রথমে সিঙ্গাপুর এবং হংকং ভারতের এমডিএইচ গোষ্ঠীর তিনটি এবং এভারেস্টের একটি মশলা নিষিদ্ধ বলে ঘোষণা করে। অভিযোগ, মাত্রাতিরিক্ত কীটনাশক (এথিলিন অক্সাইড) রয়েছে ওই মশলায়, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
শুক্রবার নেপালও এই দুই ব্র্যান্ডের মশলা নিষিদ্ধ ঘোষণা করেছে। বলা হয়েছে, মশলাগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত দেশে ওই দুই ব্র্যান্ডের মশলা কেনা, বিক্রি করা বা ব্যবহার করা যাবে না।
ভারতের মশলায় মূল বিতর্ক এথিলিন অক্সাইড নিয়েই। অভিযোগ, এই রাসায়নিক মশলা জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু মানুষের শরীরের পক্ষে এই মশলা অত্যন্ত ক্ষতিকর। এই মশলা শরীরে বেশি গেলে ক্যানসার পর্যন্ত হতে পারে।
সিঙ্গাপুর এবং হংকংয়ের নিষেধাজ্ঞার পর ভারতের মশলা পর্ষদ বা স্পাইস বোর্ড বিশেষ নির্দেশিকায় জানিয়েছে, রপ্তানিকারীদের নিশ্চিত করতে হবে, যাতে মশলা শোধনসহ কোনও ক্ষেত্রেই এথিলিন অক্সাইড ব্যবহার না করা হয়। তবে এভারেস্ট এবং এমডিএইচের দাবি, তাদের মশলা সম্পূর্ণ নিরাপদ।
২০২১-২২ অর্থবর্ষে ৪১০ কোটি ডলারের মশলা রপ্তানি করেছিল ভারত।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা