নতুন অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহে আশাব্যঞ্জক চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার—যার পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই মাসের তুলনায় এবার প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৯ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪ সালের জুলাইয়ে দেশে এসেছিল ১৯১ কোটি ডলার। রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে তখন অনেক প্রবাসী রেমিট্যান্স পাঠানো কমিয়ে দিয়েছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক স্থিতিশীলতা ও সংস্কারের প্রেক্ষাপটে আবারও রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি রোধে কঠোর নজরদারি, রেমিট্যান্সে ২.৫ শতাংশ সরকারি প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নয়ন—এসব কারণে প্রবাসী আয় বেড়েছে। এই অর্থ সরাসরি বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।
এর আগের মাস, জুনেও রেমিট্যান্স এসেছিল ২৮২ কোটি ডলার, যা আগের বছরের জুনের তুলনায় ১১ শতাংশ বেশি।
সম্পূর্ণ ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।
এটি এক অর্থবছরে দেশে আসা রেমিট্যান্সের সর্বোচ্চ অংক। অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয় বেড়ে যাওয়ায় দেশের ডলার বাজারে চাপ কমবে এবং সামগ্রিক অর্থনীতিতে স্বস্তি ফিরে আসবে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে