AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় বিচার শুরুর আদেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৩ পিএম, ২১ আগস্ট, ২০২৫

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় বিচার শুরুর আদেশ

আশুলিয়ায় গত বছরের ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। অভিযোগ গঠনের ফলে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হলো।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই মাসে আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যা করার পর তাদের লাশ পুলিশ ভ্যানে তুলে আগুনে পোড়ানো হয়। নৃশংস ঘটনায় একজন জীবিত ছিলেন, তবে তাকেও পেট্রোল ঢেলে জীবন্ত অবস্থায় হত্যা করা হয়। পরে চলতি বছরের ৪ আগস্ট আরও একজনকে হত্যা করার অভিযোগ যুক্ত হয়।

প্রসিকিউশনের আনীত অভিযোগে বলা হয়, আসামিরা পরিকল্পিতভাবে হত্যা, অগ্নিসংযোগ এবং নির্মম নিপীড়নের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত। মামলার প্রমাণ হিসেবে ৬২ জন সাক্ষীর সাক্ষ্য, ১৬৮ পৃষ্ঠার নথি এবং দুটি পেনড্রাইভ আদালতে দাখিল করা হয়েছে।

গত ১৩ আগস্ট আসামিপক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়। এদিন হাজির করা হয় আটজন আসামিকে। অপরদিকে পলাতক আটজনের অনুপস্থিতিতে তাদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল।

এর আগে, গত ১৬ জুলাই পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। প্রসিকিউশন ২ জুলাই আনুষ্ঠানিকভাবে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।

এই মামলার বিচার শুরু হওয়াকে আশুলিয়ার নৃশংস হত্যাকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!