কর্মীদের পোশাক বিষয়ে নির্দেশনা দিয়ে সমালোচনার মুখে পড়ে অবশেষে সার্কুলারটি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি ব্যাংকের গভর্নরের নজরে আসার পর তার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার এক ক্ষুদেবার্তায় বাংলাদেশ ব্যাংক জানায়, সংশ্লিষ্ট নির্দেশনাটি কার্যকর থাকবে না।
এর আগে বিভিন্ন বিভাগীয় সভায় কর্মীদের পোশাক নিয়ে আলোচনা হয়। সেখানে নারী কর্মীদের জন্য শালীন পোশাক—যেমন সালোয়ার-কামিজ বা শাড়ির সঙ্গে স্কার্ফ—এবং পুরুষদের ক্ষেত্রে অফিস উপযোগী ফর্মাল পোশাক পরার পরামর্শ দেওয়া হয়। সেই সঙ্গে কারুকার্যপূর্ণ, আঁটসাঁট বা অফিস পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ পোশাক পরা নিরুৎসাহিত করা হয়।
তবে এই নির্দেশনার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই মন্তব্য করেন, এ ধরনের পদক্ষেপ ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।
প্রতিক্রিয়ার প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এক ব্যাখ্যামূলক বিবৃতিতে জানায়, এটি ছিল নিছক পরামর্শভিত্তিক অভ্যন্তরীণ নির্দেশনা; বিশেষ করে নারী কর্মীদের জন্য বোরকা বা হিজাব পরায় কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
এদিকে গভর্নর আবদুর রউফ তালুকদার বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও বিষয়টি তার নজরে এলে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং অবিলম্বে সার্কুলারটি প্রত্যাহারের নির্দেশ দেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের বিষয় নিয়ে আরও সচেতনতা ও সংবেদনশীলতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে কর্মীদের পেশাদারিত্ব ও পোশাকের স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় থাকে।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে