চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রায় ১৯৩ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের রোববার (২৭ জুলাই) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈধ চ্যানেলের মাধ্যমে পাঠানো এ রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলেছে। হুন্ডি বন্ধে সরকারের নানা পদক্ষেপ, নগদ প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার অগ্রগতির কারণেই রেমিট্যান্সে এমন গতি দেখা যাচ্ছে বলে মনে করছেন তারা।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, মাসের বাকি দিনগুলোতে এই প্রবণতা অব্যাহত থাকলে জুলাইয়ের মোট রেমিট্যান্স ২৩০ কোটি ডলারের বেশি হতে পারে।
গত জুন মাসে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২৮২ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।
সম্প্রতি শেষ হওয়া ২০২৪–২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩–২৪ অর্থবছরে এই অঙ্ক ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।
এক অর্থবছরে এটি দেশের সর্বোচ্চ রেমিট্যান্স অর্জন। এই প্রবাহ দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এবং বৈদেশিক মুদ্রার সরবরাহে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হয়েছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে