AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগস্টের ১২ দিনে এলো এক বিলিয়ন ডলারের রেমিট্যান্স


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪২ পিএম, ১৩ আগস্ট, ২০২৫

আগস্টের ১২ দিনে এলো এক বিলিয়ন ডলারের রেমিট্যান্স

২০২৫-২৬ অর্থবছরের আগস্টের প্রথম ১২ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। স্থানীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ হাজার ৮৫৮ কোটি ৮০ লাখ টাকা।

বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান। তিনি বলেন, আগস্টের ১২ দিনে দেশে এসেছে ১০৫ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৩ কোটি ৩০ লাখ ডলার (৪ হাজার ৬৩ কোটি টাকা) বেশি। প্রবৃদ্ধি হয়েছে ৩৪ শতাংশ।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স, যার পরিমাণ ছিল প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে জুলাইয়ে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি— এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বিডিবিএল, রাকাব; বেসরকারি খাতে কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক; এবং বিদেশি ব্যাংকের মধ্যে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা বছরের রেকর্ড। পুরো অর্থবছরে এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।

বিশ্লেষকদের মতে, প্রণোদনা বৃদ্ধি ও রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

সর্বোচ্চ পঠিত - অর্থ-বাণিজ্য

Link copied!