AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আটাবের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ দিল বাণিজ্য মন্ত্রণালয়


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১১ পিএম, ৪ আগস্ট, ২০২৫

আটাবের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ দিল বাণিজ্য মন্ত্রণালয়

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে সংগঠনটির বর্তমান নির্বাহী কমিটি বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আটাবের বর্তমান কমিটি প্রশ্নবিদ্ধ ভোটের মাধ্যমে গঠিত হয়েছে। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ‘আটাব অনলাইন’ নামক একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে সদস্যদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সংগঠনের সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে অনিয়মসহ দুর্নীতির অভিযোগ রয়েছে, যার প্রতিবাদে জনসমাবেশ পর্যন্ত হয়েছে।

এই পরিস্থিতিতে আটাব সংস্কার পরিষদ বর্তমান নির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের আবেদন করে। সরকার সেই আবেদনের ভিত্তিতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয়।

নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসককে ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন শেষে দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাতে হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

সর্বোচ্চ পঠিত - অর্থ-বাণিজ্য

Link copied!