AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাজারে ৮০–১০০ টাকার নিচে নেই কোনো সবজি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০০ পিএম, ১৫ আগস্ট, ২০২৫

বাজারে ৮০–১০০ টাকার নিচে নেই কোনো সবজি

টানা বৃষ্টি ও মৌসুমের শেষের প্রভাবে রাজধানীর বাজারে সবজির দাম লাগামহীনভাবে বেড়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে— ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি মিলছে না।

সেগুনবাগিচা, মালিবাগ ও মগবাজারের বাজারে কেজি প্রতি দাম ছিল— কচুর লতি ৮০ টাকা, বরবটি ১০০, ঝিঙা ৮০, পটল ৯০, ধুন্দুল ৮০, টমেটো ১৮০, মুলা ৮০, করলা ১০০, ঢেঁড়স ৯০, শসা ১০০, বেগুন ১০০, কাঁচা মরিচ ২৮০, কচু ৬০, গাজর ১৬০ এবং মিষ্টি কুমড়া ৬০ টাকা।

বিক্রেতারা বলছেন, আড়তে সরবরাহ কম ও পাইকারি বাজারে উচ্চমূল্যের কারণে খুচরা দামে চাপ পড়েছে। বৃষ্টি ও মৌসুম ফুরিয়ে আসায় মাঠে উৎপাদনও কমেছে। নতুন সবজি বাজারে ওঠা পর্যন্ত এই দাম থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ক্রেতারা অভিযোগ করেছেন, দামের এই ঊর্ধ্বগতি এক মাসেরও বেশি সময় ধরে চলছে, কিন্তু বাজার নিয়ন্ত্রণে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!