নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সোনাখালী এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও ১৯৭ বোতল ফেনসিডিলসহ ছয়জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, ১। মোঃ জাহাঙ্গীর আলম (২৫), পিতা-মৃত একলাছ শেখ, মাতা-মোসাঃ আকলিমা বেগম, সাং-সাং-দূর্গাপুর, পাথড্ডা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ২। মোঃ তরিকুল ইসলাম (২৮), পিতা-নূর আলম, মাতা-নাছিমা বেগম, সাং-ডুমুরতলা, পোস্ট-নড়াইল, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল, ৩। মোঃ দুলু মোল্লা (২৮), পিতা-মৃত ওহিদার মোল্লা, মাতা-মোসাঃ ময়না বেগম, সাং-বিল ডুমুরতলা, পোস্ট-হবখালী, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল, ৪। মোঃ নাসির (৩৫), পিতা-মৃত মদিওতুল্লাহ, মাতা-নেছরবান বিবি, সাং-কবিরাজপাড়া, পোস্ট-হাসনাবাদ, থানা-নাগেরশ্বরী, জেলা-কুড়িগ্রাম, ৫। তরিকুল ইসলাম (৩১), পিতা-মোঃ দুলু মিয়া, মাতা-নুরজাহান বেগম, সাং-কাঠারাব, পোস্ট-মজমপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, ৬। মোঃ আশিক মিয়া (২৬), পিতা-মৃত মজিবর মিয়া, মাতা-মোসাঃ সুফিয়া, সাং-রাদগাঁও, পোস্ট-মজমপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। এর মধ্যে জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম (২৮) ও দুলু মোল্লা কুমিল্লা থেকে আনা গাঁজা ও ফেনসিডিল ঘটনাস্থলে বিক্রির উদ্দেশ্যে রাখে। আর নাসির, তরিকুল ইসলাম (৩১) ও আশিক মিয়া এসব মাদক ক্রয় করে সিএনজিতে বহন করছিল।
তারা আরও স্বীকার করে, পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে অভিনব কায়দায় গাঁজা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে