জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। রোববার (২৭ জুলাই) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা ধরা হয়েছে।
সভায় যেসব প্রকল্প অনুমোদন পেয়েছে তার মধ্যে রয়েছে:
- কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ (২য় সংশোধিত, ৪র্থ বার মেয়াদ বৃদ্ধি) 
- দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন 
- বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও ফ্রিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিজ গড়ে তোলা 
- গ্রামীণ স্যানিটেশন প্রকল্প 
- বহদ্দারহাট বাড়াইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন 
- রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (বাংলাদেশ রেলওয়ে, পূর্বাঞ্চল) 
- মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসির অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ 
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন 
- উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় পর্যায়) 
- বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ 
- কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ 
- স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং (বিপিডিবি বিতরণ অঞ্চলে, ১ম সংশোধিত) 
এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম এবং অন্তর্বর্তী সরকারের ১২তম একনেক সভা।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, নিরাপত্তা এবং নারী উন্নয়ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে।
একুশে সংবাদ//র.ন
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
