নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ফাঁসিতে ঝুলে শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ধলিয়াকোণা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ৮টার সময় শফিকুল ইসলাম বাড়ির পাশের একটি রেন্ট্রি গাছের ডালে দড়ি দিয়ে আত্মহত্যা করেন। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত জাহের উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে পথচারীরা গাছের ডালে শফিকুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা কেন্দুয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ সময় জানা যায়, শফিকুল মাদকাসক্ত ছিলেন।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিহির রঞ্জন দেব জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে