বৃষ্টিপাত ও মৌসুম শেষের অজুহাতে গেল কয়েক সপ্তাহ ধরে রাজধানীর বাজারে সবজির দাম ছিল চড়া। তবে সামান্য স্বস্তি ফিরেছে খুচরা বাজারে—৮০ থেকে ১০০ টাকা কেজির বেশিরভাগ সবজির দাম এখন কিছুটা কমে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে নেমে এসেছে।
শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, মগবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
আজকের বাজারদর অনুযায়ী,
গাজর, করলা, বরবটি, বেগুন, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা
ঢেঁড়স, কচুর লতি, পটল প্রতি কেজি ৬০ টাকা
কাঁকরোল প্রতি কেজি ৭০ টাকা
শসা প্রতি কেজি ৮০ টাকা
এর বাইরে
পেঁপে প্রতি কেজি ৪৯ টাকা
কচু প্রতি কেজি ৬০ টাকা
মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা
প্রতি হালি কলা ৪০ টাকা
টমেটো প্রতি কেজি ১৬০ টাকা
কাঁচা মরিচ প্রতি কেজি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে
মগবাজার বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী হায়দার আলী বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে সবজির দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। বাজারে নজরদারির কোনো উদ্যোগ চোখে পড়ে না। বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়িয়ে নিচ্ছে।”
অন্যদিকে মহাখালীর সবজি বিক্রেতা চাঁদ মিয়া জানান, “বেশিরভাগ সবজির মৌসুম শেষ হয়ে গেছে। তার ওপর নিয়মিত বৃষ্টি হচ্ছে, ফলে ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কারণে বাজারে সরবরাহ কম, ফলে দাম বেড়েছে। কিছুদিন আগেও যেসব সবজি ৮০-১০০ টাকা ছিল, এখন তা ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।”
কারওয়ান বাজারের বিক্রেতা আলমগীর হোসেন বলেন, “পাইকারি বাজারে দাম তুলনামূলক কম থাকলেও মধ্যবর্তী পর্যায়ে খুচরা বাজারে দাম আরও বাড়িয়ে দেওয়া হয়। নতুন মৌসুমি সবজি বাজারে এলে দাম কমার সম্ভাবনা রয়েছে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে নজরদারি বাড়ানো, মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থা উন্নত করা না গেলে এমন অস্থিরতা লেগেই থাকবে।
একুশে সংবাদ//র.ন