ফ্যামিলি কার্ডধারীদের মাঝে রমজান মাসে দুই দফায় সাশ্রয়মূল্যে পণ্য বিক্রয় করার কথা জানিয়েছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল সোমবার (৩ এপ্রিল) দ্বিতীয় দফায় বিক্রয় কার্যক্রম শুরু হবে।
রোববার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানে দুইবার সারা দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সে লক্ষ্যে প্রথম দফায় বিক্রয় কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় পর্বের বিক্রয় কার্যক্রম ৩ এপ্রিল ঢাকা মহানগরীসহ সারা দেশে শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে প্রথম দফায় ৯ মার্চ বিক্রয় কার্যক্রম শুরু করে টিসিবি।
একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :