AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেফতার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৪৯ পিএম, ১৭ মে, ২০২৫

সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেফতার

বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৭ মে) দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেছার বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনার পর বরিশালে একাধিক সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে মামলা দায়ের হয়। এসব মামলার ভিত্তিতেই তার গ্রেফতার বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

পরিবারের ঘনিষ্ঠ বরিশাল আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে জানান,“শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বাসা থেকে জেবুন্নেছা আফরোজকে আটক করে ডিবি। বর্তমানে তিনি ডিবির হেফাজতে আছেন।”

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, “জেবুন্নেছা আফরোজের আটকের খবর পেয়েছি, তবে এখনও ঢাকা থেকে কোনো অফিসিয়াল বার্তা আসেনি।”

২০১৪ সালে প্রয়াত এমপি শওকত হোসেন হিরণের মৃত্যুর পর উপনির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জেবুন্নেছা। আওয়ামী লীগের রাজনীতিতে বরিশালে তার অবস্থান দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক সহিংস ঘটনাপ্রবাহে তিনি একাধিক মামলার আসামি হন।

গ্রেফতারসংক্রান্ত আনুষ্ঠানিক কারণ ও মামলার বিস্তারিত এখনো প্রকাশ করেনি পুলিশ, তবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক অস্থিরতা ও গত ৫ আগস্টের সংঘর্ষে ভূমিকার অভিযোগেই তাকে আটক করা হয়েছে।

 


একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!