সাম্প্রতিক এক বিশেষ অভিযানে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ১ হাজার ৪৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন ১ হাজার ৩ জন। অন্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন আরও ৪৫১ জন।
রোববার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—ছয়টি চাইনিজ কুড়াল, ২৫টি ডেগার, একটি হাসুয়া, একটি বার্মিচ টিপ-চাকু, দুটি ছোরা এবং ২০টি ২.২ এমএম গুলি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে