ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুটি বিলাসবহুল বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাড়ি দুটির বাজারমূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৫৩ কোটি টাকা বলে জানা গেছে।
দুদক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থিত বাড়ি দুটি ২০১৪ সালের ৫ মে এবং ২০২৪ সালের ৬ জুলাই কেনা হয়। তবে জয় বাংলাদেশের আয়কর রিটার্ন বা সম্পদ বিবরণীতে এসব বাড়ির কোনো তথ্য উল্লেখ করেননি।
দুদকের একটি অনুসন্ধান টিম বাড়ি দুটির সুনির্দিষ্ট ঠিকানা ও দলিলসহ প্রাথমিক প্রমাণ সংগ্রহ করে কমিশনে জমা দিয়েছে। কমিশনের অনুমোদন পাওয়ার পর আদালতের আদেশ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট আদালতের আদেশ পাওয়ার পর যুক্তরাষ্ট্রে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ তথ্য পাঠানো হবে।
দুদক সূত্র জানায়, আইনি সহায়তার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার জয়ের ওই সম্পত্তি জব্দ করতে পারে।
শুধু এই দুটি বাড়িই নয়, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আরও ১৩টি বাড়ি ও একটি শপিংমলের মালিকানার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করে তদন্ত কার্যক্রম চালাচ্ছে দুদক।
দুদকের কর্মকর্তারা জানান, এসব সম্পত্তি অর্জনে অর্থের উৎস হিসেবে বৈধ উপার্জনের কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাংলাদেশে আয়কর রিটার্নে গোপন করে বিদেশে সম্পদ রাখা কর আইনের গুরুতর লঙ্ঘন এবং মানি লন্ডারিং নিয়ন্ত্রণ আইনের আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
দুদকের একটি উচ্চপদস্থ সূত্র জানায়, “আমরা শুধু দুটি বাড়ির প্রমাণ হাতে পেয়েছি। কিন্তু প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, সম্পত্তির পরিমাণ আরও বেশি। শিগগিরই পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সব সম্পত্তির তথ্য প্রকাশ করা হবে।”
একুশে সংবাদ//র.ন