চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরে এসেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
জানা গেছে, দুবাই থেকে আগত বিজি-১৪৮ নম্বর ফ্লাইটটি সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছায়। এরপর সকাল ৮টা ৩৭ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে আবার উড্ডয়ন করে। কিন্তু উড্ডয়নের কিছু সময় পরই প্রযুক্তিগত জটিলতা ধরা পড়ে। ফলে পাইলট নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটি চট্টগ্রামে ফিরিয়ে আনেন।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ফ্লাইটটি সফলভাবে চট্টগ্রামে অবতরণ করেছে এবং বে নম্বর-৮ এ রাখা হয়েছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে